কীর্তনখোলায় মুখোমুখি সংঘর্ষে কার্গো ডুবি, তলা ফেটে লঞ্চ বিকল

বরিশালের কীর্তনখোলা নদীতে লঞ্চের সঙ্গে সংঘর্ষের পর একটি কার্গো আংশিক ডুবে গেছে; আর তলা ফেটে লঞ্চটি বিকল হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2019, 06:03 PM
Updated : 14 Dec 2019, 06:24 PM

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ডিসি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বরিশাল বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু জানান, যাত্রী নিয়ে বরগুনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশে যাচ্ছিল যাত্রীবাহী লঞ্চ ‘এমভি শাহরুখ-২’।

“কীর্তনখোলা নদী অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা এমভি হাজী মুহম্মদ দুদু মিয়া নামে একটি কার্গোর সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার্গোর ৮০ শতাংশ ডুবে যায় এবং লঞ্চের তলা ফেটে যায়।”

মিঠু বলেন, তাৎক্ষণিকভাবে লঞ্চের চালক নদীর পূর্ব প্রান্তে চরকাউয়া খেলাঘাট এলাকায় লঞ্চটি ভিড়িয়ে দেন এবং এরপর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

“যাত্রীদের অন্য কোনো উপায়ে গন্তব্যে পৌঁছে দেওয়া যায় কি না সে বিষয়টি আলোচনা চলছে।”

তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে আজমল হুদা মিঠু জানান।