গাইবান্ধায় বাল্য বিয়ে দিয়ে কাজি কারাগারে

গাইবান্ধা সদর উপজেলায় বাল্য বিয়ে দেওয়ায় একজন কাজিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2019, 02:32 PM
Updated : 14 Dec 2019, 02:32 PM

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রসূন কুমার চক্রবর্তী জানান, লক্ষ্মীপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো. আব্দুল মোত্তালিব মীরকে শনিবার ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেয়।

সাজাপ্রাপ্ত মোত্তালিব ওই ইউনিয়নের গোবিন্দপুর জামপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে। তিনি এই ইউনিয়নের সরকারি নিকাহ রেজিস্ট্রার।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল বলেন, গোবিন্দপুর এলাকার ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে পাশের ফকিরপাড়া গ্রামের মাসুদ রানার (২২) বিয়ে হয় শুক্রবার গভীর রাতে।

“কাজী মোত্তালিব নিজের বাড়িতে এই বিয়ে নিবন্ধন করেন। খবর পেয়ে এলাকাবাসী কাজির বাড়ি ঘেরাও করে ইউএনওকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও প্রসূন কুমার কাজি মোত্তালিবকে ছয় মাসের কারাদণ্ড দেন।”