বাংলাদেশ-সিকিম পরীক্ষামূলক বাস চলাচল শুরু

বাংলাদেশ ও ভারতের সিকিমের মধ্যে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে পরীক্ষামূলকভাবে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2019, 03:08 PM
Updated : 13 Dec 2019, 03:08 PM

ওই বন্দরের ওসি (ইমিগ্রেশন) মকছেদ আলী জানান, বৃহস্পতিবার বিআরটিসির বিলাসবহুল দুটি বাস ঢাকার কমলাপুর থেকে ছেড়ে শুক্রবার সকালে বাংলাবান্ধায় পৌঁছায়।

বাস দুটি ভারতের শিলিগুড়ি পৌঁছে যাত্রাবিরতি করবে জানিয়ে তিনি বলেন, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে ভারতের প্রতিনিধি দলসহ দার্জিলিং যাবে। শনিবার দার্জিলিং থেকে সিকিমের রাজধানী গ্যাংটক যাবে। গ্যাংটকে দুই দিন থাকার পর ১৭ ডিসেম্বর বাংলাদেশে ফিরবে।

বাংলাদেশ সড়ক ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে ও  বাংলাদেশ সড়ক পরবিহন করপোরেশনের চেয়ারম্যান এহছানে এলাহীসহ বাস দুটিতে ৪১ জন যাত্রী রয়েছে বলে ওসি জানান।

চন্দন কুমার বলেন, পথের অবস্থা, পর্যটন সুবিধা ও নিয়মিত বাস চলাচলের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য এই পরীক্ষামূলক যাত্রা। তবে ঢাকা থেকে দার্জিলিং ও সিকিম রুটে শিগগিরই নিয়মিত বাস চলাচল করবে বলে আশা করা হচ্ছে। তখন আগের চেয়ে কম সময়ে, কম খরচে, অনেক সহজে ও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন ভ্রমণকারীরা।