গাইবান্ধায় জমির বিরোধে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমির বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2019, 10:53 AM
Updated : 13 Dec 2019, 10:53 AM

সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, নিহত মোমেনা বেগম (৪০) উপজেলার জামালপুর ইউনিয়নের চিকনী গ্রামের এমদাদুল হক আকন্দের স্ত্রী।

এমদাদুল হকের সঙ্গে একই গ্রামের মুছা আলীর ৬৪ শতক জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। ওই জমিতে কিছুদিন আগে এমদাদুল বসতবাড়ি নির্মাণ করেন বলে অভিযোগ।

ওসি মাসুদ প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, এই দখলের জেরে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মুছা ও তার লোকজন ওই বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেন, গাছপালা কেটে ফেলেন। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি হয়।

“ধারালো অস্ত্রের আঘাতে মোমেনা ঘটনাস্থলে মারা যান।”

তবে মুছা আলী জমি দখল, হত্যা ও আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেনে।

তিনি বলেন, “ক্রয় সূত্রে ওই জমির মালিক আমি। এমদাদুল হক জমিটি দখলে নিয়ে বসতবাড়ি নির্মাণ করেছেন। আমরা কাউকে হত্যা বা বসতবাড়িতে আগুন লাগাইনি।”

এ ঘটনায় এমদাদুল হক শুক্রবার থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সকালে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার দুপুরে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।