কক্সবাজারের আট লাখ ইয়াবা উদ্ধার, আটক ৪

কক্সবাজারের টেকনাফে আট লাখ ইয়াবাসহ চারজনকে আটক করেছে র‌্যাব; উদ্ধার করা হয়েছে অস্ত্র।  

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2019, 06:40 AM
Updated : 13 Dec 2019, 06:46 AM

শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৭ চট্টগ্রামের এএসপি মো. মাশেকুর রহমান জানান।

আটকরা হলেন - আলম ওরফে নুর হাফেজ (৩০) ও তার সহযোগী মোহাম্মদ সোহেল (২৭), সৈয়দ নুর (২৮) ও সৈয়দ আলম ওরফে কালু (৪৫)।

এএসপি মাশেকুর বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে র‌্যাবের একটি টহলদল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ইয়াবার চালান গ্রহণের জন্য আসা চারজনকে আটক করা হয়।

“পরে একটি বস্তার ভেতর থেকে উদ্ধার করা হয় ৮ লাখ ১০ হাজার ইয়াবা এবং আটকদের সঙ্গে থাকা দুইটি বিদেশী পিস্তল, ছয়টি দেশীয় বন্দুক ও ৭০টি গুলি।”

মাশেকুর বলেন, “আটক নূর আলম ওরফে নূর হাফেজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা গডফাদার। সে কুখ্যাত রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের সেকেন্ড-ইন কমান্ড নামে পরিচিত।”

তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।