বেনাপোল দিয়ে দেশে ফিরেছে ১৯ বাংলাদেশি

ভাল কাজের প্রলোভনে পড়ে পাচার হওয়া ১৯ যুবক ভারতে ছয়মাস কারাভোগের পর বোনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছে। 

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2019, 05:59 AM
Updated : 13 Dec 2019, 06:37 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে বলে ইমিগ্রেশন পুলিশের ওসি মহসিন খান জানান।  

ফেরত আসা যুবকদের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে।  

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধপথে দুই বছর আগে ভারতে নিয়ে যায়।তারা তামিলনাড়ু প্রদেশের ক্রিকুট শহরের এক পোশাক কারখানায় চাকরি করতো। 

“ছয়মাস আগে সেখানে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটকের পর ছয়মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়। পরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রালয়ের যোগাযোগের ফলে এরা দেশে ফিরেছে।”

থানার আনুষ্ঠানিকতা তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান।