টাঙ্গাইলে মাওলানা ভাসানীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা

টাঙ্গাইলে নানা আয়োজনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৩৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2019, 06:45 AM
Updated : 12 Dec 2019, 06:45 AM

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে ভাসানীর মাজারের সামনে গিয়ে শেষ হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর. মো. আলাউদ্দিন, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক কর্মকর্তাসহ শিক্ষার্থী ও কর্মীরা ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মাজার জিয়ারত ও দোয়া-মোনাজাত করেন।

১৮৮০ সালের এদিন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী জন্মগ্রহণ করেন। স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়াসহ সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তিনি আজীবন লড়ে গেছেন।

১৯৭৩ সালের ১৭ নভেম্বর তিনি টাঙ্গাইলের সন্তোষে নিজ বাড়িতে মারা যান।