ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে নিহত ১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2019, 04:06 AM
Updated : 12 Dec 2019, 04:06 AM

বুধবার রাত পৌনে ১টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সারহাইল গ্রামে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি শাহ কামাল হোসেনের ভাষ্য।

নিহত আব্দুর রশিদ (৪০) ঈশ্বরগঞ্জ উপজেলার ঘাগড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনের ১৩টি মামলা থাকার তথ্য দিয়েছে পুলিশ।

ডিবির ওসি শাহ কামাল বলেন, ‘আন্তঃজেলা মাদক ব্যবসায়ী’ রশিদ সারহাইল এলাকায় ‘মাদক কেনাবেচা করছে’ খবর পেয়ে গোয়েন্দা পুলিশের দুটি দল সেখানে অভিযানে যায়।

“পুলিশ পৌঁছানোমাত্র মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও তখন গুলি বর্ষণ করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে সেখানে রশিদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

গুলিবিদ্ধ রশিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি শাহ কামাল। 

তিনি বলেন, নিহত রশিদের কাছে ২০০ গ্রাম হেরোইন, ১০০ ইয়াবা ট্যাবলেট ও ৫টি কার্তুজ পাওয়া গেছে।

এ অভিযানে পুলিশের এসআই শামীম আল মামুনও আহত হয়েছেন বলে জানিয়েছেন ওসি।