গাজীপুরে বাস- অটো সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গাজীপুরের কাপাসিয়ায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন। 

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2019, 03:02 PM
Updated : 11 Dec 2019, 03:02 PM

ঢাকা-কাপাসিয়া-মনোহরদী সড়কের ঘাগটিয়াচালা বাজার এলকায় বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন কাপাসিয়ার বারিষাবরের গাঁওরার গ্রামের সফিকুলের স্ত্রী হেনা আক্তার (৩৮), তাদের মেয়ে মানসুরা আক্তার (১০) এবং শ্রীপুরের বরমীর কুশাদিয়া গ্রামের জগদীশ বর্মনের ছেলে জীবন চন্দ্র বর্মন (৪০)। 

আহতদের নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কাপাসিয়া থানার এসআই হারুন-অর-রশিদ বলেন, ঢাকা-কাপাসিয়া-মনোহরদী সড়কের ঘাগটিয়াচালা বাজার সংলগ্ন পূর্ব পাশে ঢাকা থেকে ছেড়ে আসা সম্রাট পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশার  সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার পাঁচ যাত্রীর মধ্যে তিনজন নিহত হন।” 

আহতরা হলো, কাপাসিয়ার বারিষাবরের চেংনা গ্রামের নূরুল ইসলামের স্ত্রী সাবানী বেগম ও নিহত জীবন চন্দ্রের ভাগ্নী রীতা রাণী বর্মন বলে জানা গেছে। 

ওসি জানান, এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টা পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।