সাতক্ষীরা সীমান্ত এলাকায় স্বর্ণালঙ্কারসহ তরুণ আটক

‘ভারতে পাচারকালে’ সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে আধা কেজির বেশি স্বর্ণালঙ্কারসহ এক তরুণকে আটক করেছে বিজিবি সদস্যরা।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2019, 10:10 AM
Updated : 11 Dec 2019, 10:10 AM

বুধবার দুপুরে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক সজীব হোসেন (২০) জেলার লক্ষিদাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি কমান্ডার হারুন উর রশিদ জানান, ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদ পান তারা।

এর ভিত্তিতে ভোমরা বিওপির নায়েক সুবেদার হারুন-উর-রশিদ নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে সজীব নামের ওই চোরাকারবারীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

“তার দেহ তল্লাশি করে ৫৮৫ গ্রাম সোনা জব্দ করা হয়।”

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তরের প্রস্তুত চলছে।