শুভসন্ধ্যা সৈকতে বৃহস্পতিবার বসছে জোছনা উৎসব

বরগুনার তালতলীতে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে বৃহস্পতিবার হতে যাচ্ছে জোছনা উৎসব।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2019, 09:57 AM
Updated : 11 Dec 2019, 09:58 AM

বরগুনার প্রধান তিনটি নদী পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় নবগঠিত তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের স্নিগ্ধ বেলাভূমিতে জেগে ওঠা চর ‘শুভসন্ধ্যায়’ সেদিন সকাল থেকে রাত দশটা পর্যন্ত চলবে এ উৎসব।

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, পর্যটন শিল্পের অপার সম্ভাবনা মাথায় রেখে দেশ বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে জোছনা উৎসবে গান, কবিতা, পুঁথি, পুতুল নাচ, যাদু প্রদর্শনী, যাত্রাপালা, হয়লা গান, নৃত্য, ফানুস ওড়ানোসহ নানা আয়োজন রয়েছে।

এই উৎসবকে ‘উপ-মহাদেশের সর্ববৃহৎ জোছনা উৎসব’ দাবি করে তিনি জানান, বরগুনা জেলা প্রশাসন পঞ্চমবারের মতো জোছনা উৎসবের আয়োজন করছে।

দীর্ঘ ঝাউবন, তিনটি নদীর বিশাল জল মোহনা আর সীমাহীন সাগর সবমিলিয়ে অপরূপ প্রকৃতির সমাহারের এ  শুভসন্ধ্যা সৈকতে উৎসব হাজার হাজার মানুষ উপভোগ করতে যোগ দেবে বলে আশা করছেন আয়োজকরা।

এ উৎসব উদ্বোধন করবেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।