মাগুরায় ‘আন্তঃজেলা ডাকাত দলের’ ৪ জন গ্রেপ্তার

মাগুরায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার  করেছে  পুলিশ।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2019, 09:12 AM
Updated : 11 Dec 2019, 09:12 AM

বুধবার সকালে মাগুরা সদর থানা মিলনায়তনে এক প্রেসব্রিফিং-এ তাদের কাছ থেকে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান (৫২), রাসেল মুন্সী (৩০), আলমগীর ওরফে সান্টু (৩০) ও আলী হোসেনকে (৩২)  মাগুরা সদর থানায় সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

গ্রেপ্তারকৃতরা ‘আন্তঃজেলা ডাকাত দলের সদস্য’ উল্লেখ করে মাগুরা সিরিয়র সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) আবীর সিদ্দিকী শুভ্র জানান, সম্প্রতি তারাসহ আট সদস্যর একটি ডাকাত দল মাগুরায় পৃথক তিনটি ডাকাতি ঘটনায় ঘটায়। এ ঘটনায় সদর, শ্রীপুর ও সদর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।

“পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তিন থানার একটি কম্বাইন্ড টিম মঙ্গলবার রাতে মাগুরা, শ্রীপুর ও শালিখা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আলী হোসেনকে গ্রেপ্তার করে।

“পরে আলী হোসেনের স্বীকারক্তি অনুযায়ী মিজানুর রহমান, রাসেল মুন্সী আলমগীর ওরফে সান্ট গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারকৃত ডাকাতদের কাছ থেকে এ সময় ছয়টি রাম দা, একটি খেলনা পিস্তল ও তিনটি মোবাইল ফোনসেট উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের নামে মাগুরা ও ফরিদপুর বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।