ব্রাহ্মণবাড়িয়ায় নারী-শিশুসহ ৯ রোহিঙ্গা আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে পুলিশ নারী ও শিশুসহ নয় রোহিঙ্গাকে আটক করেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2019, 08:32 AM
Updated : 11 Dec 2019, 08:32 AM

আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী জানান, মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে পাঁচজন হলেন সৈয়দ আলম (৩০), মো. ইউনুছ (১৮), আমেনা খাতুন (৫০), মাজেদা খাতুন (২৫) ও সেনোরা খাতুন (২২)।

অন্য চারজন শিশু। তাদের বয়স এক থেকে ছয় বছর।

ওসি রসুল আটককৃতদের জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে বলেন, কক্সবাজারের কুতুপালং রেহিঙ্গা শরণার্থী শিবির ও চট্টগ্রাম থেকে আসা নয় রোহিঙ্গা মঙ্গলবার রাতে অবৈধভাবে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু সীমান্ত পাড়ি দিতে না পেরে তারা আখাউড়া রেলওয়ে স্টেশনে যাচ্ছিলেন। স্টেশনের কাছ থেকে তাদের আটক করা হয়।

তাদের কক্সবাজারের রেহিঙ্গা শরণার্থী শিবিরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।