ভোলার পথে চালু হলো ওয়াটার বাস

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা-ভোলা রুটে ওয়াটার বাস চালু হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2019, 12:48 PM
Updated : 10 Dec 2019, 12:48 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর সদরঘাটে উদ্বোধন শেষে ওয়াটার বাস ‘এম ভি গ্রিন লাইন-২’ ঢাকা থেকে ভোলার উদ্দেশে ছেড়ে যায় এবং দুপুর ১২টার দিকে ভোলার  ইলিশা ঘাটে পৌঁছে।

এর মধ্য দিয়ে ভোলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটল।

ওয়াটার বাসটি ইলিশা ঘাটে পৌঁছলে স্থানীয় জনতা গ্রিন লাইন  কর্তৃপক্ষকে স্বাগত জানান।
এ সময় গ্রিন লাইন পরিবহনের মালিক মো. আলাউদ্দিন বলেন, ঢাকা-ভোলা রুটে ওয়াটার বাস সার্ভিস চালু ভোলাবাসীর দীর্ঘদিনের একটি দাবি ছিল।

“তার পরিপ্রেক্ষিতে আমরা বিআইডব্লিউটিএ-এর অনুমোদন নিয়ে গ্রিন লাইন সার্ভিস চালু করেছি।”

যেকোনো প্রতিবন্ধকতার মধ্যেও তিনি এই সার্ভিস চালু রাখার প্রতিশ্রুতি দেন।
তিনি জানান, ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় এটি ভোলার উদ্দেশে ছেড়ে যাবে। দুপুর দেড়টায় ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

এই বাহনে প্রতিদিন প্রায় ছয় শতাধিক যাত্রী যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন তিনি।

ভাড়ার বিষয়ে তিনি জানান, উপরতলার (বিজনেস ক্লাস) ভাড়া সিট প্রতি এক হাজার টাকা এবং নিচতলার (ইকনিম ক্লাস) ভাড়া সাতশ টাকা নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজর মধ্যে যাত্রীদের জন্য নাস্তার  ব্যবস্থা রয়েছে।
কয়েকজন যাত্রী বলেছেন, ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিল। আগে ঢাকা যেতে অনেক সময় লেগে যেত। এই সার্ভিস চালু হওয়ায় এখন ঢাকা দ্রুত যাতায়াত করা যাবে।