অনশনে রাজশাহী জুট মিলস শ্রমিক-কর্মচারীরা

মজুরি কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্রাচুইটির টাকা দেওয়াসহ ১১ দফা দাবিতে ‘আমরণ অনশন’ শুরু করেছেন রাজশাহী জুট মিলসের শ্রমিক-কর্মচারীরা।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2019, 10:09 AM
Updated : 10 Dec 2019, 10:09 AM

মঙ্গলবার বেলা ২টার দিকে কারখানার প্রধান ফটকের সামনে তারা এই অনশন শুরু করেন। এ সময় তারা দাবি মেনে নিতে বিভিন্ন স্লোগান দেন।

রাজশাহী জুট মিলসের সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান বলেন, মঙ্গলবার সকাল ৮টায় আমরণ অনশনের কর্মসূচি ছিল। কিন্তু সকাল ১০টা থেকে জাতীয় মজুরি কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সিবিএ নেতাদের বৈঠক হয়।

“বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়া যায়নি। এ কারণে অনশন কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি।”

রাজশাহী জুট মিলসে প্রায় দুই হাজার ২০০ শ্রমিক-কর্মচারী রয়েছেন জানিয়ে তিন বলেন, তাদের মধ্যে কর্মচারীদের তিন মাসের আর শ্রমিকদের ১১ সপ্তাহের বেতন বাকি পড়েছে।

“তবে আমাদের এখন প্রধান দাবি তিনটি: জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্রাচ্যুইটির টাকা প্রদান।”