রাজশাহী কলেজে হচ্ছে দশতলা ভবন

রাজশাহী কলেজে ‘১০ তলা বঙ্গবন্ধু একাডেমিক ভবন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রাজশাহী অফিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2019, 09:52 AM
Updated : 10 Dec 2019, 09:52 AM

মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসের দক্ষিণ-পূর্ব পাশে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী সিটি কপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

১২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন,“আমাদের অর্থনীতির উন্নতি হচ্ছে, এর একটি উদাহরণ হচ্ছে এই দশতলা বঙ্গবন্ধু একাডেমিক ভবনের নির্মাণ।”

মেয়র বলেন, ২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন প্রধানমন্ত্রী। এরমধ্যে শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে বতর্মান সরকার।

ঢাকা ও চট্টগ্রাম কলেজের পর ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত এ কলেজ থেকেই দেশে প্রথম কলেজ পর‌্যায়ে

মাস্টার্স ডিগ্রি প্রদান শুরু হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ৬৮৫টি কলেজের ২০১৫ সালের তথ্যের ভিত্তিতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ বলা হয়েছে এ জেলার তথ্য বাতায়নে।

এ দশতলা ভবন নির্মাণের দায়িত্ব পাওয়া ‘মেসার্স সাব ট্রেডার্স’ এর স্বত্বাধিকারী আহসানুজ্জামান হাসান বলেন, ভবনটি নির্মাণে সময় ধরা হয়েছে ৩১ মাস কিন্তু নির্ধারিত সময়ের আগেই ২৪ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো হবিবুর রহমান।