ফরিদপুরে খালেদা জিয়ার মুক্তি দাবিতে মিছিলে বাধা

বিএনপি চেয়ারবেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ফরিদপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2019, 08:16 AM
Updated : 10 Dec 2019, 08:16 AM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর পৌরসভার সামনে জেলা যুবদলের মিছিলে পুলিশ বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয় বলে তারা দাবি করেন।

তবে বাধাদানের কথা অস্বীকার করে কোততোয়ালি থানার এসআই বেলাল হোসাইন বলেন, তারা সমাবেশ ও মিছিলের জন্য কোনো অনুমোদন নেয়নি।

জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্র ঘোষিত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ফরিদপুর প্রেসক্লাব অভিমুখে রওনা হলে পথিমধ্যে ফরিদপুর পৌরসভার সামনে পৌছে একটি ভ্যানে একদল পুলিশ এসে তাদের বাধা দেয়। এ সময় মিছিল থামিয়ে নেতারা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে যুবদরের মিছিল আদালত চত্বর থেকে শুরু হয়ে মুজিব সড়ক প্রদক্ষিণ করে।

এতে ফরিদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হামিদুল হক ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক হাবিবুর রহমান হাফিজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।