হবিগঞ্জে টমটম শ্রমিকদের সংঘর্ষ

হবিগঞ্জে দুইদল টমটম শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2019, 10:29 AM
Updated : 9 Dec 2019, 10:29 AM

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত শহরতলীর রিচি গ্রামে দফায় দফায় এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে বলে এক শ্রমিক জানিয়েছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো.মাসুক আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

“টমটম স্ট্যান্ডের নিজেদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনছি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে আহতদের ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

আহত শ্রমিক মুজিবুর রহমান জানান, “কোর্টস্টেশন এলাকায় টমটম স্ট্যান্ডের চালকদের কাছ থেকে আদায় করা চাঁদার টাকা স্ট্যান্ড কমিটির সভাপতি আফজল মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের কাছে গচ্ছিত থাকত।

“ওই চাঁদার টাকা ভাগভাটোয়ারা নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হয়।”