পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনা শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীতে নির্মাণাধীন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে উপর থেকে পড়ে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2019, 05:45 PM
Updated : 8 Dec 2019, 05:45 PM

রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।

নিহত কিন গুইলিন (৪০) চীনা প্রতিষ্ঠান নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (এনইপিসি) অধীনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো সাংবাদিকদের বলেন, কিন গুইলিন কোল ইয়ার্ডের উপরে উঠে কাজ করছিলেন।

“নিরাপত্তা বেল্ট লাগানোর সময় কোল ইয়ার্ডের প্রায় ৮০ ফুট উপর থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন।”

শাহ মনি বলেন, অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, কিন গুইলিনের বাড়ি চীনের জিয়াংজু এলাকায়। শুরু থেকেই তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজে নিয়োজিত চীনা প্রতিষ্ঠান নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানী লিমিটেডের (এনইপিসি) অধীনে তিনি কাজ করছিলেন।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই শ্রমিক আহত হওয়ার পর বরিশালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে এখনও তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ থানায় কোনো সংবাদ দেয়নি বা অবগত করেনি।

কলাপাড়া উপজেলার ধানখালীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে।