যমুনা সার কারখানা চালু হলো এক বছর পর

যান্ত্রিক ত্রুটির কারণে এক বছর বন্ধ থাকার পর চালু হয়েছে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2019, 03:22 PM
Updated : 8 Dec 2019, 03:22 PM

রোববার কারখানায় অ্যামোনিয়া উৎপাদন হলেও ইউরিয়া সার উৎপাদনে যেতে আরও তিন দিন লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

২০১৮ সালের ২৭ নভেম্বর অ্যামোনিয়া প্লান্টের সিনথেসিস সেকশনের স্টার্টার হিটারের হাইড্রোজেন গ্যাস পাইপে অগ্নিকাণ্ডের পর অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন বন্ধ হয় জামালপুরের তারাকান্দিতে অবস্থিত এই প্রতিষ্ঠানের।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক খান জাবেদ আনোয়ার বলেন, যান্ত্রিক ক্রুটি মেরামত করে কারখানাটি চালু করা হয়েছে। রোববার অ্যামোনিয়া উৎপাদন শুরু হয়েছে। ইউরিয়া উৎপাদন শুরু হতে সময় লাগবে আরও ৭২ ঘণ্টা।

দেশের বৃহত্তম এই কারখানায় প্রতিদিন এক হাজার ৭শ মেট্রিক টন দানাদার ইউরিয়া সার উৎপাদিত হয়। উৎপাদিত এসব সার উত্তরবঙ্গসহ দেশের ১৯টি জেলায় সরবরাহ করা হয়ে থাকে বলে তিনি জানান।

দীর্ঘ এক বছর পর কারখানাটি চালু হওয়ায় সার কারখানার শ্রমিক, কর্মচারী, ট্রাক মালিক-শ্রমিকসহ কারখানা সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে।