বাগেরহাটে ট্রাকের ধাক্কায় পুলিশের এসআই নিহত

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2019, 11:26 AM
Updated : 8 Dec 2019, 11:26 AM

রোববার বিকেল তিনটার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের শহরের অদূরে নতুন কোর্টের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা মো. রেজাউর রহমান (৫৭) মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘাশিয়ারা গ্রামের আব্দুল মোতালেব মোল্লার ছেলে। তিনি বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) উপ পরিদর্শকের (এসআই) দায়িত্বে ছিলেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আবজাল সাংবাদিকদের বলেন, রোববার বিকাল ৩টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের নতুন কোর্ট এলাকায় মোটরসাইকেল আরোহী পুলিশ কর্মকর্তা রেজাউরকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।

“এতে তিনি পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।”

নিহত রেজাউল আদালতে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন।

দুর্ঘটনার পর চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

নিহত রেজাউল ১৯৬২ সালের ১৭ এপ্রিল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার খাশিয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালের ২২ সেপ্টেম্বর পুলিশের কনস্টবল পদে চাকরিতে যোগদান করেন। ২০১৩ সালে তিনি বাগেরহাট জেলা পুলিশে বদলি হয়ে আসেন।

নিহত ওই পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আবজাল ঘটনাস্থল পরিদর্শন করেন।