পিরোজপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ তিন আরোহী নিহত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি বাসের ধাক্কায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন। 

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2019, 05:09 AM
Updated : 8 Dec 2019, 05:27 AM

উপজেলার ঝাউতলা এলাকার পিরোজপুর-মঠবাড়িয়া-পাঠরঘাটা সড়কে রোববার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মঠবাড়িয়া থানার ওসি আবু জাফর মো. মাকসুদুল হক জানান।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- মঠবাড়িয়া উপজেলার দেবীপুর গ্রামের মুক্তিযোদ্ধা আফজাল আহম্মেদ (৬৫) ও একই গ্রামের অটোরিকশার চালক বেলাল হোসেন (৩৫)।

আহতরা হলেন- আবু জাফরের ছেলে গোলাম হোসেন বাচ্চু (৩৬) ও সাইফুল (৩৪)। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়ায় থানার ওসি আবু জাফর মো. মাকসুদুল হক বলেন, ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ঈগল পরিবহনের বাসটি মঠবাড়িয়া থেকে চরখালীগামী একটি অটোরিকশাকে চাপা দেয়।

“এ সময় ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা আফজাল আহম্মেদ মারা যান। পরে আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে বাকিদের মৃত্যু হয়।”

এ ঘটনায় বাসটি আটক করা গেলেও বাসের চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।