বরিশালে এক বাড়িতে ৩ লাশ: একজন গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় প্রবাসীর বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ওই বাড়িতে আগে রাজমিস্ত্রির কাজ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2019, 02:42 PM
Updated : 7 Dec 2019, 02:42 PM

শনিবার দুপুরে উপজেলার সলিয়া বাগপুর গ্রামের ওই বাড়ির পাশে ঘোরাঘুরি করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাকির হোসেন (৪৫) ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়পাশা গ্রামের বাসিন্দা।

শনিবার সকালে বানারীপাড়ার সালিয়া বাগপুর গ্রামে কুয়েত প্রবাসী আবদুর রবের বাড়ি থেকে আব্দুর রবের মাসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, কুয়েত প্রবাসী আব্দুর রবের একতলা ভবনটি নির্মাণ কাজের রাজমিস্ত্রী ছিলেন জাকির। এ কারণে প্রবাসীর পরিবারের সঙ্গে জাকিরের সখ্যতা গড়ে ওঠে। এছাড়া তিনি এলাকায় ঝাড়ফুঁকের কাজও করেন।

“আব্দুর রবের বাড়িতে জাকিরের আসা যাওয়া ছিল। লাশ উদ্ধারের পর ওই বাড়িতে তার ঘোরাঘুরি সন্দেহজনক হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।”

এসপি সাইফুল বলেন, জাকিরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে হত্যার রহস্য পঞ্চাশ শতাংশ উদঘাটন হয়েছে; কিন্তু তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাবে না।

তবে জাকিরকে মামলার প্রধান আসামি করা হবে বলে জানান পুলিশ সুপার।

সলিয়া বাকপুর গ্রামের কুয়েত প্রবাসী আব্দুর রবের বাড়ি থেকে শনিবার সকালে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।

এরা হলেন আব্দুর রবের মা মরিয়ম বেগম (৭৫), ভগ্নিপতি সফিকুল আলম (৬০) ও খালাত ভাই ইউসুফ (৩২)।