প্লাস্টিক বোতলে পেঁয়াজ চাষে সফল মৌলভীবাজারের ফজল

দেশে পেঁয়াজের অস্বাভাবিক ‍মুল্যবৃদ্ধির মধ্যে একটু সাশ্রয়ের আশায় ঘরেই পেঁয়াজ চাষ শুরু করেছেন মৌলভীবাজারের আবুল ফজল।

বিকুল চক্রবর্তীমৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2019, 06:47 AM
Updated : 7 Dec 2019, 06:47 AM

এ চাষে সফলতা পেয়ে পাড়া প্রতিবেশীদের ডেকে পদ্ধতিটি শিখিয়েও দিচ্ছেন তিনি।

মৌলভীবাজার শহরে সোনা পুর বড় বাড়ি খাজা ভিলা থাকেন তিনি। স্বামী ও স্ত্রী দুজনেই সরকারি চাকরি করেন।

আবুল  ফজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাদের জমি নেই তাদের জন্য তার এই চাষ পদ্ধতি কাজে দেবে।

পরিত্যক্ত বড় প্লাস্টিকের বোতলে মাটি ভরেন এবং বোতালের চারপাশে ফুটো করে সেখানে পেঁয়াজ রোপন করেন তিনি।

বাজার থেকে কেনা বার্মিজ পেঁয়াজ দু টুকরো করে বোতলে রোপন করার সাত দিন পর পাতা গজিয়েছে বলে জানান তিনি।

“পেঁয়াজ চাষে খুব পরিশ্রম বা পানি  দরকার পড়ে না।”

ইতিমধ্যে পেঁয়াজ কলি তুলে খেতেও শুরু করে তিনি জানান, এ পদ্ধতিতে বাসার ছাঁদে, খোলা বারান্দায় কয়েকটা প্লাস্টিকের বোতলে চাষ করা যেতে পারে।

“এতে পুরো মৌসুম পেঁয়াজের পাতা খাওয়া যাবে এবং প্রতি কেজি পেঁয়াজ থেকে ৬০ থেকে ৭০ দিন পর পাঁচ কেজির মত পেঁয়াজও পাওয়া যাবে।”

আবুল ফজলের স্ত্রী আমেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোপন করার পর তাদের স্কুল পড়ুয়া এক ভাগ্নে এসব পরিচর্যা করছে।

তার ছাদে পেঁয়াজ চাষ দেখতে আসা প্রতিবেশী লেখক ও গবেষক দীপংকর মোহান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পদ্ধতিতে আমরা শুধু পেঁয়াজ নয় নিত্য প্রয়োজনীয় মরিচসহ বিভিন্ন সবজি চাষ করতে পারি।