বগুড়ায় ক্ষেত থেকে ‘পেঁয়াজ চুরি’, রাত জেগে পাহারা

ক্ষেত থেকে পেঁয়াজ চুরির আতঙ্কে বগুড়ার সোনাতলা উপজেলায় চাষিরা কুঁড়ে বেঁধে রাত জেগে পাহারা দিচ্ছেন। তবে থানায় কেউ চুরির অভিযোগ দেয়নি বলে পুলিশ জানিয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2019, 03:24 PM
Updated : 6 Dec 2019, 04:30 PM

উপজেলার নওদাবগা, সরলিয়া, খাবুলিয়াসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, এসব এলাকার চাষিরা পেঁয়াজ চুরির আতঙ্কে রয়েছেন।

নওদাবগা এলাকার সোনাউল্লাহ বলেন, “প্রতি রাতেই কোনো না কোনো এলাকায় পেঁয়াজ চুরির ঘটনা ঘটছে। আমার ক্ষেত থেকেও কিছু পেঁয়াজ চুরি হয়েছে। এ কারণে আমি আমার জমিতে পাহারা বসিয়েছি।”

আউচারপাড়া, ভিকনেরপাড়া, জন্তিয়ারপাড়া, খাটিয়ামারীসহ আরও অনেক এলাকায়ও পেঁয়াজ চুরির খবর পাওয়া গেছে।

বুধবার খাবুলিয়া, জন্তিয়ারপাড়া ও আউচারপাড়া চরের ছয় চাষির জমি থেকে পেঁয়াজ চুরি হয়েছে বলে তারা জানিয়েছেন।

এছাড়া মধ্য দিঘলকান্দী গ্রামের ইয়াছিন বেপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সোমবার রাতে তার দুই শতক জমির পেঁয়াজ চুরি হয়েছে।

শিমুলতাইড়, দিঘলকান্দী, মহব্বতের পাড়া, কর্পূর, মূলবাড়ী, ফাজিলপুর, মহিচরণ, বালুয়াহাট, মধুপুর, হরিখালী, পাকুল্লা, চারালকান্দি এলাকায় খোঁজ নিয়ে পেঁয়াজ চুরির খবর পাওয়া গেছে।

এ বিষয়ে সোনাতলা থানার ওসি আবদুল্লাহ আল মাছুউদ চৌধুরী বলেন, তিনি বিভিন্ন গ্রামে ক্ষেত থেকে পেঁয়াজ চুরির কথা শুনেছেন। কিন্তু এ ব্যাপারে তাদের থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি।