টঙ্গীতে ৩ ঘণ্টা পর স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীতে রামিশা স্পিনিং মিলের আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2019, 12:52 PM
Updated : 5 Dec 2019, 02:35 PM

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ৮টার দিকে সংবাদ সম্মেলনে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট গিয়ে নেভানোর কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তবে রাত পৌনে ৮টার দিকেও ড্যাম্পিংয়ের কাজ চলছিল বলে তিনি জানান।

ঢাকা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, স্টিলের তৈরি শেডের ড্রয়িং সিমপ্লেক্স সেকশনে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। পাশের ব্লু-রুম কাটিং সেকশন, রিং সেকশন ও ফিনিশিং সেকশনে ছড়িয়ে পড়ে। আগুনে কারখানার সুতা, তুলা ও যন্ত্রপাতিসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে।

তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখনও আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।