পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পুকুরের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পল্লিবিদ্যুতে স্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2019, 10:36 AM
Updated : 5 Dec 2019, 10:36 AM

ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেন জানান, উপজেলার ইকড়ি গ্রামে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের ফেরেস্তালি মাতুব্বরের ছেলে ইব্রাহিম (৪০) ও হারুন খানের ছেলে আল আমিন (৩০)।

ইকড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, ইব্রাহিম ও আল আমিন গ্রামের হাফেজ মোস্তফার পুকুরে লোহার রড দিয়ে কচুরিপানা পরিষ্কার করছিলেন। রড দিয়ে কচুরিপানা তীরের দিকে টেনে আনার সময় পুকুরের পাশে পল্লিবিদ্যুতের লাইনে রডের ছোঁয়া লাগে। এতে দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

“বিদ্যুৎ লাইনটি ঝুঁকিপূর্ণভাবে স্থাপন করা হয়েছে। এটা নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে এলাকাবাসী।”

এ বিষয়ে ভাণ্ডারিয়া পল্লিবিদ্যুতের এজিএম লিটন চন্দ্র দে বলেন, ওই লাইনটি মঠবাড়িয়া উপজেলার সাফা এলাকা থেকে নিয়ন্ত্রণ করা হয়। বিষয়টি সরেজমিনে দেখার জন্য ওই দপ্তরে জানানো হয়েছে।

এ ঘটনায় পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিদর্শক ফরিদ হোসেন।