জয়পুরহাটে যৌতুক মামলায় চিকিৎসক কারাগারে

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় নড়াইল সদর হাসপাতালের এক চিকিৎসককে কারাগারে পাঠানো আদেশ দিয়েছে জয়পুরহাটের আদালত।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2019, 10:09 AM
Updated : 5 Dec 2019, 10:09 AM

জয়পুরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ ইকবাল বাহার বৃহস্পতিবার বিভাস কুমার শর্মার বিরুদ্ধে এই আদেশ দেন।

বিভাস রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মাস্টারপাড়া এলাকার গোপাল শর্মার ছেলে। তার স্ত্রী চৈতী রায় জয়পুরহাট শহরের সবুজনগর এলাকার শান্তি প্রসাদ রায়ের মেয়ে। চৈতী জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ে জ্যেষ্ঠ স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালে বিয়ের কিছুদিন পর থেকেই বিভাস ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন চৈতীর পরিবারের কাছে। যৌতুক না দেওয়ায় চৈতীকে বিভাস শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন।

এই অভিযোগে গত ১২ সেপ্টেম্বর চৈতী নিজে বাদী হয়ে বিভাসের বিরুদ্ধে আদালতে মামলা দেন।

ওই আদালতের পিপি ফিরোজা চৌধুরী বলেন, বিভাসের পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে বিভাসকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। মামলার পরবর্তী শুনানির দিন এখনও ঠিক হয়নি।