হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজে দুর্নীতির তদন্ত শুরু

হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজে সাড়ে ১৫ কোটি টাকার কেনাকাটায় দুর্নীতির তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2019, 09:14 AM
Updated : 5 Dec 2019, 09:14 AM

বৃহস্পতিবার সকাল থেকে তদন্ত দলের সদস্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মো. এ কলেজে গিয়ে তদন্ত শুরু করেন।

২০১৭-১৮ অর্থবছরে দরপত্রের মাধ্যমে সাড়ে ১৫ কোটি টাকার কেনাকাটা করে শেখ হাসিনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এসব কেনাকাটায় সব জিনিসের অস্বাভাবিক মূল্য দেখানোর অভিযোগ ওঠে।

এর প্রেক্ষিতে গত ২ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এক সদস্য বিশিষ্ট তদন্ত দল গঠন করে।

এ তদন্ত দলের সদস্য আজম খান সাংবাদিকদের বলেন, বিষয়টি যেহেতু তদন্তাধীন, তাই এ মুহূর্তে কিছু বলা উচিত হবে না। তবে নির্ধারিত সময়ের আগেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস দেন তিনি।

তদন্তকালে তিনি ২০১৭-১৮ সালে দরপত্রের মাধ্যমে কেনা যন্ত্রপাতি ও উপকরণ পর্যবেক্ষণ করেন। প্রতিটি জিনিসের উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ অন্যান্য তথ্য সংগ্রহ করেন। সেই সাথে কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ান, দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব ডা. নাসিমা খানমসহ কেনাকাটার সাথে সম্পৃক্তদের সাথে কথা বলেন।

তদন্তকালে হবিগঞ্জের সহকারী কমিশনার ইয়াসিন আরাফাত রানাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় থেকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।