মেহেরপুরে চিরকুটসহ বোমা সদৃশ্য বস্তু

মেহেরপুরে এক সরকারি অফিসের ফটকের পাশ থেকে একটি ব্যাগে বোমা সদৃশ্য বস্তু ঘিরে রেখেছে পুলিশ। ওই ব্যাগ থেকে এক জঙ্গি দলের চিরকুট পেয়েছে পুলিশ।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2019, 08:44 AM
Updated : 5 Dec 2019, 08:46 AM

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের বাসস্ট্যাণ্ডে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের ফটকের পাশে প্রাচীরের পাশে এই ব্যাগি পায় বলে পুলিশ জানিয়েছে।

মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের ফটকের পাশ থেকে একটি ইলেকট্রিক ডিভাউজ যুক্ত বোমা সাদৃশ্য বস্তু তারা পেয়েছেন।

এ থেকে উদ্ধার হওয়া চিরকুটে হাতে লেখা রয়েছে-‘আনসারুল ইসলাম দল’ উল্লেখ করে তিনি বলেন, “আমরা ধারনা করছি আতঙ্ক সৃষ্টির জন্য কেউ রেখে যেতে পারে।”

র‌্যাবের বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে আসার পর এটা বোমা কিনা জানা যাবে বলে জানান তিনি।

বস্তুটির বিবরণ দিতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ব্যাগটিরেত মোট দুইটি ‘বোমা’ সদৃশ্য বস্তু রয়েছে। ‘বোমা’ দুইটির দুইদিকে তার সংযোগ করা রয়েছে।

“ধারণা করা হচ্ছে দুটি ইলেক্ট্রিক ডিভাইজ যুক্ত শক্তিশালী বোমা।”

বোমা নিষ্ক্রিয় দল না আসা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখবে বলে জানান তিনি।