শরণখোলার চেয়ারম্যান কামাল মারা গেছেন

বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল মারা গেছেন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2019, 04:46 AM
Updated : 5 Dec 2019, 04:46 AM

বৃহস্পতিবার ভোররাত পৌনে চারটার দিকে খুলনার এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে এ আওয়ামী লীগ নেতাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পরপর তিনবার শরণখোলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা এই নেতা।

বৃহস্পতিবার আসর নামাজের পর স্থানীয় রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে বলে জানান শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম খোকন।

তিনি বলেন, ভোররাত পৌনে চারটার দিকে ঘুমের ভেতরে বুকে ব্যথা অনুভূত হলে পরিবারের লোকজন কামাল আকনকে চিকিৎসার জন্য খুলনার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসক ৬৪ বছর বয়সী কামালকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

১৯৫৫ সালে শরণখোলা উপজেলার রায়েন্দায় কামাল উদ্দীন আকনের জন্ম। তারা পাঁচ ভাই ও পাঁচ বোন। ১৯৭২ সালে তিনি স্থানীয় রায়েন্দা পাইলট হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন।

ছাত্রলীগের রাজনীতি দিয়ে তার রাজনীতিতে হাতেখড়ি। স্বাধীনতার পর তিনি শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর তিনি উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে আসেন। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে, এক মেয়ে, অসংখ্য স্বজনসহ গুনাগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সব অঙ্গ সংগঠন পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ  করেছে।