আয়নাল মিয়া বয়াতীর মারা গেছেন

বাউল সাধক আয়নাল মিয়া বয়াতী মারা গেছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2019, 09:00 AM
Updated : 4 Dec 2019, 09:00 AM

বুধবার বাদ আসর ফরিদপুর শহরতলীর সাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়নাল মিয়ার বড় ছেলে হারুন মিয়া।

“জানাজা শেষে সাদীপুরস্থ নিজ বাড়ির আঙ্গিনায় তাকে দাফন করা হবে।”

গত মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে মারা যান।

ফরিদপুর অঞ্চলে বাউল শিল্পী হিসেবে খ্যাত আয়নাল দীর্ঘদিন ধরে বিচার গান ও পালাগান পরিবেশন করেন জনপ্রিয়তা পেয়েছিলেন।

স্ত্রী, পাঁচ ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যাওয়া এ শিল্পীর মৃত্যুকালে একশ বছর নয় মাস বয়স হয়েছিল বলে তার ঘনিষ্টজনেরা দাবি করেন। 

তার মৃত্যুতে জেলা শিল্পকলা একাডেমি, সাহিত্য উন্নয়ন সংস্থা, সাহিত্য পরিষদ, খেয়ালি নাট্য গোষ্ঠি, বোয়ালমারী বার্তা বাউল দলসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছেন।