নারায়ণগঞ্জে আরও চার ভাটা বন্ধ, ১৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে অবৈধ আরও চার ইটভাটা বন্ধ করার পাশাপাশি ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2019, 01:55 PM
Updated : 3 Dec 2019, 01:56 PM

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানার নেতৃত্বে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার আলীগঞ্জ এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভাটাগুলো হল ওই এলাকার শাহাবুদ্দিন মিয়ার এসবিএম ব্রিকফিল্ড, তারা মিয়ার এমএসবি ব্রিকফিল্ড, মোহাম্মদ মনির হোসেনের এমএসবি ব্রিক ফিল্ড ও বোরহান উদ্দিনের এসইউএ।

ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা বলেন, এসব ইটভাটা আধুনিক পদ্ধতিতে গড়ে ওঠেনি এবং অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন কয়েক দফা নোটিশ দিলেও তারা তাদের ভাটার মান উন্নত করেননি।

“এমন চারটি ভাটা চিহ্নিত করে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।”

গত দুই দিনে নয়টি ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে জানিয়েছেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাঈদ আনোয়ার।