জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পরীক্ষার সূচি পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ১ম বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষার তারিখ পিছিয়ে নেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2019, 12:17 PM
Updated : 3 Dec 2019, 12:33 PM

নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ আগামী বছরের ২ জানুয়ারি থেকে ১২ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম একথা জানান।

ফয়জুল করিম আরও বলেন, ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের (পুরাতন সিলেবাস) আগামী ১৮ ডিসেম্বের থেকে ১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।

উভয় পরীক্ষাই প্রতিদিন দুপুর ১টায় শুরু হবে; পরীক্ষার অন্যান্য সূচি অপরিবর্তিত থাকবে বলে তিনি জানান।

এ সংক্রান্ত বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nu.ac.bd/degree থেকে জানা যাবে।

কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষার সূচির এই পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ ডিসেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স এমএ/এমএসএস/এমবিএস/ এমএসসি ও এমমিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরম পূরণ আগামী ৫ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম একথা জানিয়ছেন।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব বিষয়ক ওয়েবসাইট www.nubd.info/mf থেকে জানা যাবে বলে তিনি জানান।