গাইবান্ধায় ট্রাকচাপায় বেতার শিল্পীর মৃত্যু

গাইবান্ধায় ট্রাকচাপায় রংপুর বেতারের এক শিল্পী নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2019, 11:48 AM
Updated : 3 Dec 2019, 11:48 AM

ঢাকা-রংপুর মহাসড়কে পলাশবাড়ী উপজেলা সদরে সোমবার রাতে এ দূর্ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম (৫৫) সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্য নিজপাড়া (সর্দার পাড়া) গ্রামের মৃত খেজের উদ্দিনেরর ছেলে।

তিনি ধাপেরহাট ঝংকার সাংস্কৃতিক নাট্য সংস্থার পরিচালক ও বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের নিয়মিত দোতরা বাদক ও কণ্ঠশিল্পী ছিলেন।

এছাড়া তিনি গাইবান্ধা জেলা মটর ট্রাক শ্রমিক ইউনিয়নভুক্ত ধাপেরহাট বাসস্ট্যান্ডের চেইন মাস্টারের কাজও করতেন তিনি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি বলেন, রাত সোয়া ৮টার দিকে খায়রুল ইসলাম শহরের সৈয়দপ্লাজার সামনে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুরগামী মালবোঝাই একটি মিনি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।