বরিশালে পুলিশ দেখে হাতবোমা ফাটিয়ে পালিয়ে গেল ডাকাতরা

বরিশালের মুলাদী উপজেলায় এক রাতে তিনটি সোনার দোকান ও একটি মুদি দোকানে ডাকাতি হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2019, 11:08 AM
Updated : 3 Dec 2019, 11:08 AM

বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, উপজেলার বন্দর বাজারে সোমবার রাত ২টার দিকে ডাকাতির এ ঘটনা ঘটে।

ডাকাতি হওয়া দোকানগুলো হল ওই বাজারের রিতা জুয়েলার্স, বনশ্রী জুয়েলার্স, জননী জুয়েলার্স ও রহমাত স্টোর।

পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নদীপথে ট্রলারে করে এসে ২৫-৩০ জনের একটি দল মুলাদী বন্দরের মধ্যবাজারে হানা দেয়। ডাকাতরা অস্ত্রের মুখে নৈশ প্রহরী ও দোকানের কর্মচারীদের আটকে রেখে তিনটি সোনার দোকান ও একটি মুদি দোকানে ডাকাতি করে।

“টের পেয়ে টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে ডাকাতরা হাতবোমা ফাটিয়ে ট্রলারে করে পালিয়ে যায়। তারা চার দোকান থেকে ২৫ ভরি সোনার গয়না, প্রায় সাড়ে ৩০০ ভরি রুপা ও সোয়া লাখ টাকা নিয়ে গেছে বলে জানিছেন ওই বাজারের ব্যবসায়ী শান্তি দাস।”

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।