হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি: প্রশাসনের মামলা 

দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থী ও প্রতিষ্ঠানটির এক কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2019, 06:50 AM
Updated : 3 Dec 2019, 06:50 AM

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খালেদ হাসান বাদী হয়ে সোমবার রাত ১১টায় দিনাজপুর কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- পরীক্ষার্থী মাহমুদুল হাসান ও বিশ্ববিদ্যায়ের ল্যাব টেকনিসিয়ান আমিনুল ইসলাম।

প্রক্টর খালেদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়াজেদ ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় নৈর্ব্যক্তিক উত্তরপত্র লিখতে অসদুপায় অবলম্বন করেন।

“তাকে সঠিক টিক চিহ্ন দেওয়া উত্তর পত্র সরবরাহ করেন আমিনুল ইসলাম।”

এ বিষয়ে রেজিস্ট্রার প্রফেসর ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের ল্যাব টেকনিসিয়ান আমিনুল ইসলামকে সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

এ বিষয়ে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সোমবার শুরু হয়েছে; চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত।