নাটোরে জোড়া শিশুর জন্ম

নাটোরে জোড়া লাগানো দুইটি শিশুর জন্ম হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2019, 06:00 PM
Updated : 2 Dec 2019, 06:22 PM

সোমবার সকাল ১০টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার ১২ নং ওয়ার্ড এলাকার আটোয়া গ্রামের গৃহবধূ আদরী বেগম এ সন্তান জন্ম দেন।

স্থানীয় ধাত্রীর মাধ্যমে আটোয়া গ্রামের তাজেল হোসেনের স্ত্রী আদরী সন্তান প্রসবের পর শিশু দুইটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রাসেল হোসেন জানান, নির্ধারিত সময়ের আগেই শিশু দুটির জন্ম হয়েছে। তাই তাদেরকে ফটো থেরাপিতে রাখা হয়েছে।

“তাদেরকে আরএমসিএইচ এ পাঠানোর সিদ্ধান্ত হলেও তাদের বাবা মায়ের অনুরোধে নাটোরে রাখা হয়েছে “

জমজ শিশুর বাবা তাজেল জানান, শিশু দুটি সুস্থ আছে। তবে আদরী কিছুটা অসুস্থ আছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দুলাল হোসেন জানান, জন্ম হওয়ার পর দেখা গেছে একশিশুর পেছনে অন্যশিশুটির কোমর জোড়া রয়েছে।

“তাদের উভয়ের প্রস্রাবের অঙ্গ একটি এবং পায়খানার পথও একটি।”

তবে শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ আলাদা আলাদা বলে জানান তিনি।

পৌর মেয়র জাকির হোসেন জানান, পৌরসভা ও তার ব্যক্তিগত অর্থায়নে ওই জমজ শিশুসহ মায়ের চিকিৎসা করানো হচ্ছে। তাদের ব্যাপারে প্রতিনিয়ত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।