জয়পুরহাটে স্ত্রীর মামলায় পুলিশের সার্জেন্ট কারাগারে

স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় পুলিশের এক সার্জেন্টকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে জয়পুরহাটের আদালত।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2019, 12:19 PM
Updated : 2 Dec 2019, 12:19 PM

জয়পুরহাটের মুখ্য বিচারিক হাকিম নাহিদ আখতার জুলিয়েট সোমবার শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়েছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিতা বাজার এলাকার গোলাম মোস্তফার মেয়ে মায়া আক্তারের সঙ্গে গত ১১ নভেম্বর নিশি নাজিরপাড়া এলাকার তোজাম্মেল হোসেনের ছেলে তরিকুল ইসলামের বিয়ে হয়। এর কিছুদিন পর তরিকুল ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক না দেওয়ায় তরিকুল মায়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন।

এই অভিযোগে গত ১৪ নভেম্বর মায়া আদালতে মামলা করেন।

ওই আদালতের পিপি ফিরোজা চৌধুরী বলেন, তরিকুল জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। তরিকুল বগুড়া পুলিশের ট্রাফিক বিভাগে দায়িত্বে ছিলেন।