নওগাঁয় পলিটেকনিকে রসায়ন ল্যাবে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের রসায়ন ল্যাবরেটরিতে ‘এসিডের বোতল’ বিস্ফোরণে ঘটনা সাত শিক্ষার্থী আহত হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2019, 01:49 PM
Updated : 1 Dec 2019, 01:49 PM

রোববার বিকেলে ওই প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহতরা হলেন, কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান, রাকিবুল ইসলাম, মো. রাফি, শফিকুল ইসলাম শাফি, নিয়ামুল ইসলাম, তৌহিদ শাহরিয়ার ও সাদিকুল ইসলাম শাফি।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুনীর আলী আকন্দ জানান, ল্যাবে বিস্ফোরণে সাতজন আহত রোগী ভর্তি হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

“এদের মধ্যে আশঙ্কাজনক তিন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। “

নওগাঁ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আহত রাকিবুল ইসলামসহ অন্যরা জানান, বিকেলে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলছিল।

বিকেল সাড়ে ৪টার দিকে পরীক্ষা চলাকালে রসায়ন ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করার সময় এসিডসহ বোতল বিস্ফোরণে সাত শিক্ষার্থী আহত হন।

শিক্ষক-শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।