বরিশাল নগর সংস্কারের দাবিতে বাসদের মানববন্ধন

বরিশাল নগরের রাস্তা ও ড্রেনেজ সংস্কারসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2019, 11:47 AM
Updated : 1 Dec 2019, 11:47 AM

রোববার বেলা ১২টায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

তাদের ছয় দফার মধ্যে রয়েছে-রাস্তাঘাট, খাল ও ড্রেন সংস্কার, পাড়ায় পাড়ায় খেলার মাঠ ও পাঠাগার নির্মাণ, জুয়া ও ইভটিজিং বন্ধ করা এবং নগরের হোল্ডিং ট্যাক্স কমানোর দাবি।

মানববন্ধনের সভায় বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ড. মনীষা চক্রবর্ত্তী বলেন, বরিশাল নগরীর দুই-একটি ছাড়া সব  রাস্তার অবস্থা বেহাল। ছোট বড় প্রতিটি রাস্তা যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ভাঙা রাস্তায় চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন নগরবাসী।

বরিশাল নগরীর বুক চিরে একাধিক খাল বয়ে গেছে। কয়েক বছর আগেও খালগুলো দিয়ে নৌকা চলাচল করত কিন্তু দখল, ভরাট আর সংস্কারের অভাবে ময়লা-আবর্জনাপূর্ণ ড্রেনে পরিণত হয়েছে।

“অনুন্নত ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে একটু বৃষ্টিতেই জলাবন্ধতার সৃষ্টি হয় বরিশাল নগরীতে।”

সভায় সংগঠনটির আহ্বায়ক ইমরান হাবিব রুমন বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডের কোথাও বিন্দু পরিমাণ নাগরিক সুবিধা নিশ্চিত হয়নি কিন্তু হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে দিয়েছে সিটি কর্পোরেশন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে শেষ হয়।

পরে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনের মাধ্যমে মেয়র বরাবর স্মারকলিপি দেয় বাসদ।