গাজীপুর বারে বোমা হামলায় নিহতদের স্মরণ

গাজীপুরে আইনজীবী সমিতির হলরুমে এএমবির বোমা হামলার ১৬ বছর পূর্তিতে নিহতেদের স্মরণ করেছে জেলা আইনজীবী সমিতি।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2019, 08:52 AM
Updated : 1 Dec 2019, 09:02 AM

রোববার সকালে জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গনে বোমা হামলায় নিহততের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘স্মৃতি শিখা অনির্বাণে’ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় কালো পতাকা উত্তোলন ও বারের সব আইনজীবীরা কালোব্যাজ ধারণ করেন। পরে আইনজীবীদের একটি মৌন মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ এবং শোকসভা, মিলাদ মাহফিল ও দোয়া আয়োজন করা হয়।

২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর অ্যাডভোকেট বার সমিতির দুই নম্বর হলে শক্তিশালী দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

আইনজীবীদের দৈনন্দিন কার্যক্রম ও আদালতে যাওয়ার প্রস্তুতির মধ্যে ওই হামলায় আত্মঘাতী জেএমবি সদস্য আজাদ ওরফে জিয়া ওরফে নাজির ওরফে নাহিদ ঘটনাস্থলেই মারা যান।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাজীপুর বারের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন; আইনজীবী নুরুল হুদা, আনোয়ারুল আজম ও গোলাম ফারুক এবং চার বিচারপ্রার্থী।

এ ঘটনায় জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান ও আতাউর রহমান সানী, আত্মঘাতী হামলাকারী ও সহযোগীদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেন পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন।

ওই ঘটনায় দায়ের করা তিনটি মামলার মধ্যে ঘটনার আট বছর পর একটি মামলার নিষ্পত্তি হয় ২০১৩ সালে।

এ মামলায় অভিযুক্ত দশ জেএমবি সদস্যের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন দ্রুত বিচার আদালত। বাকি দুটি মামলা ঢাকায় দ্রুত বিচার (বিশেষ) আদালতে বিচারাধীন রয়েছে।