ব্রাহ্মণবাড়িয়ায় ‘গোপন বৈঠক’ থেকে শিবিরের ২০ জন আটক

বিজয় দিবসে নাশকতার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি মাদ্রাসায় ‘গোপন বৈঠক’ করার সময় শিবিরের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2019, 07:54 AM
Updated : 1 Dec 2019, 03:25 PM

রোববার বেলা পৌনে ১২টার দিকে শহরের ভাদুঘর এলাকা থেকে জিহাদী বইসহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- জেলা ছাত্রশিবিরের সদস্য নুরুল আমিন (২৭) ও জামির উদ্দিন (২৫)। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, মহান বিজয় দিবসে নাশকতার তৈরি উদ্দেশ্যে শিবিরের নেতা-কর্মীরা ঘটনাস্থলে হাফিজিয়া মাদরাসায় গোপন বৈঠক করছিলেন।

“গোপনে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের ২০ জনকে আটক করে। এ সময় জিহাদী বই ও সরকার বিরোধী লিফলেট উদ্ধার করা হয়।”

ওসি বলেন, জামায়াত-শিবিরের জেলার কার্যক্রম এ মাদরাসা থেকেই পরিচালিত হতো বলে তারা জানতে পেরেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।