চুয়াডাঙ্গায় পুলিশের হস্তক্ষেপে আটকালো বাল্যবিয়ে

চুয়াডাঙ্গায় অষ্টমশ্রেণি পড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ে ভেস্তে দিয়েছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2019, 05:33 AM
Updated : 30 Nov 2019, 05:33 AM

শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের অষ্টমশ্রেণির এক ছাত্রীকে পারিবারিকভাবে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে।

জেলা দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের বাদশা মল্লিকের ছেলে পারভেজ মল্লিক ( ১৯) বিয়ে করতে যাত্রীসহ ওই মেয়ের বাড়িতে আসেন বলে জানান তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে ওসি নিদের্শে হিজলগাড়ী ক্যাম্প ইনচার্জ এসআই প্রভাস চন্দ্র সাহাসহ একদর পুলিশ ওই বিয়ে বাড়িতে গিয়ে বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে দুইপক্ষকে বোঝান বলে জানান তিনি।

“পরে দুই পক্ষই বাল্যবিয়ে দেবেন না বলে অঙ্গীকার করে রক্ষা পান “