ময়মনসিংহে তরুণকে জুতার মালা পরিয়ে ফেসবুকে ছবি

ময়মনসিংহে মুসলিম মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে এক হিন্দু তরুণের গলায় জুতার মালা পরিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2019, 03:40 PM
Updated : 28 Nov 2019, 04:39 PM

জেলার ফুলবাড়িয়া উপজেলা রবিদাস উন্নয়ন সম্প্রদায়ের সভাপতি জীবন রবিদাস এই অভিযোগ করেন।

তিনি বলেন, “মঙ্গলবার রাতে রবিদাস সম্প্রদায়ের ২৭ বছর বয়সী এক তরুণ ও এক মুসলিম মেয়েকে এলাকাবাসী আটক করে। এলাকাবাসীর অভিযোগ, তারা পালিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন। এ কারণে এলাকাবাসী ওই তরুণের গলায় জুতার মালা পরিয়ে ছবি তুলে ফেইসবুকে ছড়িয়ে দেয়।”

পরে স্থানীয় পুটিজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়েজউদ্দিন ছেলে ও মেয়েকে যার যার পরিবারের কাছে হস্তান্তর করেন।

জীবন রবিদাস বলেন, “ওই তরুণ দাবি করেছেন তিনি ওই মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না তার।”

রবিদাস সম্প্রদায়ের নেতারা এ ঘটনার বিচার দাবি করেছেন।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকাদার বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।