ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী

পুরনো প্রতিপক্ষের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন সিরাজগঞ্জের এক নারী; কিন্তু আদালতে তা মিথ্যা বলে প্রমাণিত হওয়ায় এখন তাকে যেতে হল কারাগারে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2019, 01:46 PM
Updated : 28 Nov 2019, 01:46 PM

সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির বৃহস্পতিবার এক রায়ে কামারখন্দের হামিদা খাতুন (৫০) নামে ওই নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে হামিদাকে। জরিমানার টাকা দিতে না পারলে আরও ৬ মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে তাকে।

হামিদার অনুপস্থিতিতে এই রায় হয় বলে ট্রাইব্যুনালের বিশেষ পিপি আব্দুল হামিদ লাভলু জানান।

কামারখন্দের বড়ধূল গ্রামের মৃত নূর মোহাম্মদের মেয়ে হামিদা ২০১৬ সালে ওই গ্রামের পাঁচ ভাইর বিরুদ্ধে ধর্ষণের মামলাটি করেন, যাদের সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ ছিল।

অ্যাডভোকেট লাভলু বলেন, “মামলার তদন্তে গণধর্ষণের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। এরপর মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগে হামিদার বিরুদ্ধে পাল্টা মামলা হয়। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আজ রায় দিলেন আদালত।”