সিরাজগঞ্জে ইঞ্জিন বিকল, দেড় ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক

সিরাজগঞ্জের কামারখন্দে একটি মেইল ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার দেড় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2019, 05:48 AM
Updated : 28 Nov 2019, 06:07 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল টেকআপ পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে।

জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেনটি ঝাঐল ওভারব্রিজ এলাকায় টেকআপ পয়েন্টের প্রায় একশ গজ পেরোনোর পর ‘রাজশাহী এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল হয়ে যায়।

“এ ঘটনার পরই এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।বিকল্প ব্যবস্থায় দেড় ঘণ্টা পর সকাল ১০টা থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয় “

পশ্চিমাঞ্চল রেলওয়ের (পাকশী) বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, “দুর্ঘটনার পর জামতৈল স্টেশনে আটকে পড়া ‘বনলতা এক্সপ্রেসের’ ইঞ্জিন খুলে বিকল হওয়া ট্রেনটি ইঞ্জিনসহ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।

“এরপর এ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।”

এছাড়াও ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠিয়ে বিকল হওয়া ইঞ্জিনটি উদ্ধার করার প্রক্রিয়া চলছে বলে জানান মামুন।