অবৈধপথে ভারতে ঢুকতে গিয়ে আটক ২

চুয়াডাঙ্গায় অবৈধপথে সীমান্ত পাড়ি দিতে যাওয়া বাংলাদেশের দুই নাগরিককে আটক করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2019, 06:17 PM
Updated : 27 Nov 2019, 06:17 PM

বুধবার রাত ৮টায় জীবননগর উপজেলার বেনিপুর সীমান্তের বৃত্তিপাড়া মেহগনি বাগানের মধ্যে থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।

আটককৃতরা হলেন, বেনিপুর গ্রামের আমজের মন্ডলের ছেলে মিজানুর রহমান (৫৫) ও কাউসার আলীর ছেলে উজ্জল মিয়া (৩৪)।

৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক কামরুল হাসান জানান, সীমান্তের ৬১ মেইন পিলারের ৯ সাব পিলারের আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই দুই জনকে আটক করে বিজিবি সদস্যরা।

এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা ‘আরো ছয়জন বাংলাদেশি পালিয়ে যায়।’

আটকদের বিরুদ্ধে জীবননগর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

তারা অবৈধভাবে ভারত থেকে গরু আনার চেষ্টা করেছিলেন বলে বিজিবি তথ্য পেয়েছেন।