মৌলভীবাজারে অবৈধদের উচ্ছেদ করে রেলের জমি উদ্ধার

মৌলভীবাজারে অবৈধ দখলদাদের উচ্ছেদ করে রেলওয়ের জমি উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2019, 06:14 PM
Updated : 27 Nov 2019, 06:14 PM

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ। 

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্টেশন এলাকার ভানুগাছ রোডের পূর্বপাশ সংলগ্ন রূপশপুর মৌজায় রেলওয়ের মালিকানাধীন ২৮৭ শতক ভূমি রয়েছে। যা দীর্ঘ দিন ধরে দখলে করে রেখেছিল।

“বিভিন্ন সময় তাদের নিজ উদ্যোগে সরে যাওয়ার নির্দেশ দিলেও তারা সরে না যাওয়ায় আজ এ অভিযান করা হয়।”

রেলওয়ের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে শহরের ভানুগাছ সড়ক এলাকায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়।

এ সময় ৫০/৬০টি  ব্যবসা প্রতিষ্ঠানের আধা-পাকা ও টিনের তৈরি স্থাপনা  ভেঙে ফেলা হয়।

উচ্ছেদ অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুর রহমান মামুন উপস্থিত ছিলেন।

এদিকে শ্রীমঙ্গল নতুন বাজারের পেছনে, সোনার বাংলা রোডে, কালীঘাট রোডে রেলওয়ের আরো জমি বেদখল রয়েছে। আগামীতে অভিযানের আওয়তায় আসবে বলে জানান রেলওয়ে কর্মকর্তারা।