চুয়াডাঙ্গায় একজনকে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় একজনকে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2019, 02:19 PM
Updated : 27 Nov 2019, 02:19 PM

চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম বুধবার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া গ্রামের আব্দার হোসেন (৪২), ইউনুস আলী (৫২), মুনিয়ার মণ্ডল (৪৭), পাশের রামদিয়া গ্রামের মো. সলক (৫০) ও কবির আলী জোয়ার্দ্দার (৩২)।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ১৯ এপ্রিল ওই গ্রামের মৎস্য সমবায় সমিতির সভাপতি জিয়াউর রহমান ওরফে জিয়ার হত্যা মামলায় আদালতের এই রায় আসে।

ওই আদালতের পিপি বেলাল হোসেন মামলার নথির বরাতে বলেন, ২০১৭ সালের ১৯ এপ্রিল বাওড় পাহারা দিয়ে ফেরার পথে জিয়ারকে গুলি করে হত্যা করা হয়। ওই দিনই জিয়ারের ভাই আসাদুল মণ্ডল আলমডাঙ্গা থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা আলমডাঙ্গা থানার তৎকালীন পরিদর্শক এএইচএম লুৎফুল কবীর ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেন।

পিপি বেলাল বলেন, আদালত ১৯ জনের সাক্ষ্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।